শাহজাহানপুর ইউনিয়নের মানুষ জনের একমাত্র কেনাকাটার বাজার এই নরেন্দ্রপুর হাট। প্রায় ৩০ বছর আগে এই হাটটি শাহজাহানপুর ইউনিয়নের পার্শ্বে গড়ে উঠে। এই হাটে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। হাটে আলু, চাল গম, পোশাক, শাক সবজি বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া। প্রতি সপ্তাহে ২ দিন হাট বসে। প্রতি সমবার ও বৃহস্পতিবার হাট বসে। এখানে অনেক মানুষ জনের সমাগম হয়। পাশবর্তী ইউনিয়নের মানুষজন গরু ছাগল বেচা কেনার জন্য এই হাটে আসে।