১০নং শাহজাহানপুর ইউনিয়ন এর একমাত্র ঈদ গাহ ময়দান। যা এই টি একটি গ্রামবাসীদের বৎসরীক মিলায়াত কেন্দ্র। এই খান থেকে সাধারণ জনগণ তাদের ভাত্রিত্বে ভহি-প্রকাশ করে থাকে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিযে নয় গ্রামের অসহায় মানুষকে নিয়েও তারা ভালবাসা বন্ধ গোড়ে তুলে। যা না দেখলে বুঝা যায় না।তাই এই ঈদগাহটির আর উন্নত করার জন্য সকলের প্রতি আসার বানী রইল। আর কি?